ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় আসর কোপা আমেরিকার এবারের আসরের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। এখন শুরু হবে জমজমাট নকআউট পর্ব।
নকআউট পর্বে কে কার মুখোমুখি হবে সেটা ইতোমধ্যে জানা গেছে। সেখানে ল্যাতিন জায়ান্ট ব্রাজিলের মুখোমুখি হবে চিলি এবং আরেক জায়ান্ট আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর।
এছাড়া উরুগুয়ে মুখোমুখি হবে কলম্বিয়ার। পেরু মুখোমুখি হবে প্যারাগুয়ের।
গ্রুপ পর্বে আলো ছড়িয়েছেন অনেক তারকা। তারমধ্যে গোলে সবচেয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। তিনি গোল করেছেন তিনটি এবং সঙ্গে অ্যাসিস্ট আছে আরও দুটি।
দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সঙ্গে দুটি অ্যাসিস্ট রয়েছে তার। তাছাড়া তিনি ম্যাচও কম খেলেছেন একটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি খেলেননি।
এছাড়া আলো ছড়িয়েছেন আর্জেন্টিনার তারকা গোমেজ। দুটি ম্যাচ খেলে দুটিতেই গোল করেছেন তিনি। সেই সঙ্গে আর্জেন্টিনার মিডফিল্ডে ভারসাম্য এনেছেন এই তারকা।