আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদো সবচেয়ে বেশি গোলের মালিক। ইতিহাস তৈরি করা এই তারকা এবারের ইউরোতে ৫টি গোল করেছেন। এই ৫টি গোলের মধ্য দিয়ে ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন তিনি। জাতীয় দলে এখন তার গোল সংখ্যা ১০৯টি। ইরানের আলী ডেই’র গোলও ১০৯টি। তবে রোনালদো এক্টিভ প্লেয়ার হওয়ায় তার এই গোলের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে।
রোনালদো এবং আলী ডেই ব্যতিত আরও যারা গোলদাতার শীর্ষে আছেন তাদের মধ্যে মুক্তার দাহারি ৮৯টি, ফেরেঙ্ক পুসকাস ৮৪টি, চিতালু ৭৯টি গোল করেছেন।
তালিকার ৬ থেকে ১০ নম্বরের মধ্যে আছেন যথাক্রমে- হোসেইন সাইদ (৭৮), পেলে (৭৭), আলী মাবখোত (৭৬), লিওনেল মেসি (৭৫), সুন্দর কোকসিস (৭৫)।