কোপা আমেরিকায় এবারের আসরে নিজের দ্বিতীয় গোলটি পেলেন লিওনেল মেসি। আজকে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছেন তিনি।
ম্যাচের তখন ৩৩ মিনিট। পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে দুর্দান্ত এক পেনাল্টি কিকের মাধ্যমে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন তিনি।
মেসির গোলের আগেই আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে ছিল। পাপ্পু গোমেজের গোলে ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা।