০পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
বৃদ্ধা মাকে বাগানে ফেলে বাড়ির গেটে তালা দিয়ে স্ত্রী-সন্তানসহ ঢাকায় পাড়ি জমিয়েছেন একমাত্র ছেলে। তার আগে জায়গা-জমি সব বিক্রি করে দেন ছেলে। সোমবার খুলনার পাইকগাছার কপিলমুনির শিলেমানপুর গ্রামে ঘটনাটি ঘটে। পরে বৃদ্ধার ভাই মোহাম্মদ আলী খবর পেয়ে বৃদ্ধাকে উদ্ধার করে কাশিমনগরে বাড়িতে নিয়ে যান।
বৃদ্ধার নাম জামিলা বিবি, বয়স ৮২ বছর। এলাকার মৃত লতিফ সরদারের স্ত্রী তিনি। তার একমাত্র ছেলে মো. জায়েদই (৫০) তাকে বাগানে ফেলে রেখে ঢাকায় চলে গেছেন বলে অভিযোগ।
জামিলা বিবির ভাইয়ের ছেলে আব্দুর রহমান জানান, তারা ঘটনাস্থলে গিয়ে মস্তিষ্ক বিকৃত ও দৃষ্টি প্রতিবন্ধী জামিলাকে পড়ে থাকতে দেখেন। পরে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফীকে জানালে তিনি জামিলাকে নিয়ে থানায় যেতে বলেন। পরে স্থানীয় ইউপি সদস্য এজাহার আলীকে জানিয়ে জামিলাকে তারা নিজেদের বাড়িতে নিয়ে যান।
তিনি আরও জানান, জায়েদের বাড়ির দু’টি ভবনের চারটি রুমের সবগুলোই তালাবদ্ধ। জামিলাকে উদ্ধার করে নিয়ে আসার সময় প্রতিবেশী এক নারী জায়েদ ঘরের চাবি রেখে গেছে বলে জানান। তবে স্ত্রী-সন্তানদের নিয়ে জায়েদ কোথায় গেছেন কিংবা কবে ফিরবেন তা কাউকে জানিয়ে যাননি।
স্থানীয়দের বরাত দিয়ে আব্দুর রহমান বলেন, জায়েদ তার মাকে ফেলে যাবার আগে বাড়ি-ঘর বিক্রি করে দিয়েছেন। তবে কার কাছে বিক্রি করেছেন তা জানা যায়নি।
মোবাইল ফোনে কল করলে জায়েদ জানান, মাকে ফেলে রেখে যাওয়ার সময় তিনি অনেক কেঁদেছেন। তবে কবে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কিনা তা জানাননি তিনি।
স্থানীয়রা জানান, বৃদ্ধা জামিলা বিবির মস্তিষ্ক বিকৃতি আছে। তিনি দৃষ্টিপ্রতিবন্ধীও। ছেলে জায়েদের সঙ্গে থাকতেন শিলেমানপুরেই। তার নাতিরা ঢাকায় বড় চাকরি করেন। সোমবার দিনের কোন এক সময় মাকে বাড়ির বাগানে ফেলে রেখে বাগানের গেটে তালাবদ্ধ করে ঢাকায় চলে গেছেন জায়েদ।
Post Views:
19