রিয়াল মাদ্রিদে খারাপ সময় পাড় করছিলেন ব্রাজিলিয়ান তারকা এডার মিলিটাও। প্রায় পুরোটা সময়ই তার বেঞ্চে কাটতেছিল। কিন্তু রামোসের ইনজুরি আর ভারানের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার সুযোগ আসে এবং সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগান মিলিটাও।
রিয়াল মাদ্রিদে অসাধারণ পারফর্ম করে ব্রাজিল দলেও জায়গা পেয়ে যান তিনি। ডিফেন্সের সঙ্গে সঙ্গে গোল করার দক্ষতাও তাকে তুলে দিয়েছে অনন্য উচ্চতায়।
মিলিটাওকে জাতীয় দলে সতীর্থ হিসেবে পেয়ে খুশি বর্তমান বিশ্বের অন্যতম সেরা সেন্টারব্যাক মার্কুইনহোস। তিনি বলেন, “সে অসাধারণ। সে জাতীয় দলে বেশ সাচ্ছন্দ। আমি খুশি, কারণ তার মত উচ্চমানের একজন খেলোয়াড় আমাদের জাতীয় দলে আছে।”