সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম

ভারতে ১০টি নতুন বৈদ্যুতিক গাড়ি আনার ভাবনা Tata Motors-এর

  • Update Time : বুধবার, ৩০ জুন, ২০২১



Tata Motors ভারতে আনছে ১০টি ইলেকট্রিক কার

বৈদ্যুতিক গাড়ির ওপরে জোর দিচ্ছে টাটা মোটরস (Tata Motors)। দেশের ব্যাটারি চালিত গাড়ির বাজার ধরতে টাটা ২০২৫ সালের মধ্যে দশটি নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি আনবে বলে ঘোষণা করেছে। টাটার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন (N Chandrasekaran) বলেন, ব্যাবসায়িক মডেলকে আরও শক্তপোক্ত করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

টাটা তাদের আসন্ন বৈদ্যুতিক গাড়িগুলির ব্যাটারির সরবরাহ নিশ্চিত করতে জন্য ভারতের পাশাপাশি ইউরোপে সরবরাহকারীদের সাথে গাটছড়া বাঁধার সম্ভাবনাও খতিয়ে দেখছে।

উল্লেখ্য, চলতি বছরে টাটার পোর্টফোলিওতে ইলেকট্রিক যানবাহনের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ২ শতাংশে পৌঁছেছে। গত বছর লঞ্চ হওয়ার পর থেকে নেক্সন ইভি (Nexon EV)-র মোট ৪,০০০ ইউনিট বিক্রি হয়েছে। ২০২০-২১-এর জন্য কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে চন্দ্রশেখরন বলেছেন, ভারতীয় বাজারে বৈদ্যুতিন গাড়ির ব্যবহারে যে বিপ্লব আসবে, টাটা সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে। ২০২৫ সালের মধ্যে টাটা ১০টি নতুন ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে। এবং একটি গ্রুপ হিসেবে, আমরা চার্জ দেওয়ার পরিকাঠামো স্থাপনের জন্য সক্রিয়ভাবে বিনিয়োগ করবো।

চন্দ্রশেখরন যোগ করে বলেছেন, গাড়ির জন্য টাটা গ্রুপের মধ্যে স্বয়ংচালিত (Automotive) সফটওয়্যার এবং ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান খাড়া করার সুযোগও অন্বেষণ করা হচ্ছে, যা সংযুক্ত (কানেক্টেড) এবং অটোনমাস (স্বয়ংক্রিয় সঞ্চালন ব্যবস্থাযুক্ত, অর্থাৎ ড্রাইভারকে স্টিয়ারিংয়ে হাত দিতে হয় না) গাড়ির বিশ্বে টাটাকে এগিয়ে নিয়ে যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন






টেকগাপে শুভ্রর প্রথম প্রযুক্তি বিষয়ক লেখায় হাতেখরি৷ স্নাতক স্তরের পড়াশোনার পাশাপাশি
এখানেই চলতে থাকে শুভ্রর লেখালেখি৷ কলেজের অধ্যায় শেষ হওয়ার পর শুভ্র এখন টেকগাপের কনটেন্ট টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য৷




Source by [author_name]

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102