উয়েফা ইউরোতে এবার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে ফ্রান্স, জার্মানী এবং পর্তুগালের। জায়ান্ট এই তিনটি দলের বিদায় যেন বেশ উপভোগই করেছেন হাঙ্গেরী কোচ।
পর্তুগাল তারকা রোনালদো, ফ্রান্স তারকা এমবাপ্পে এবং জার্মান তারকা ম্যানুয়েল ন্যয়ারকে ট্রল করেছেন তিনি।
এবারের গ্রুপ পর্বে ফ্রান্স, জার্মানী এবং পর্তুগালের সঙ্গে হাঙ্গেরী ছিল। তিন জায়ান্টের সঙ্গে পরে হাঙ্গেরী বিদায় নেয় গ্রুপ পর্বেই। কিন্তু বাকি তিনটি দল দ্বিতীয় রাউন্ডে উঠলেও বিদায় নেয় সেখান থেকেই।
হাঙ্গেরী কোচ ইনস্টগ্রামে একটি ছবি আপলোড করেন যেখানে রোনালদো, এমবাপ্পে এবং ন্যয়ারের ছবি ছিল। ছবিটি আবার একটি সমুদ্র সৈকতে। সেখানে উপস্থিত ছিলেন হাঙ্গেরী কোচ। ক্যাপশনে লিখেন, সমুদ্র সৈকতে দেখা হবে।”