উয়েফা ইউরোতে সেই সব দেশই খেলে যারা ইউরোপে অবস্থিত। সেখানে বাহিরের মহাদেশের কোন দলই অংশ নিতে পারবে না। সেই হিসেবে ব্রাজিলেরও সেখানে সুযোগ পাওয়ার কথা নয়।
ব্রাজিল হচ্ছে ল্যাতিন আমেরিকা মহাদেশের দল এবং ল্যাতিন আমেরিকার সেরা আসর কোপা আমেরিকায় এখন লড়াই করছে তারা।
অন্যদিকে চলছে ইউরো। সেখানে বেলজিয়াম ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইতালি।
তবে এই ম্যাচের আগে এক সাক্ষাৎকারে হ্যাজার্ডকে প্রশ্ন করা হয়, কোন দলকে আপনি ইউরোতে এড়িয়ে যেতে চাইবেন? সেখানে মজা করেই হ্যাজার্ড বলেন- “ব্রাজিল।”