লেফটেন্যান্ট জেনারেল ডি পি পাণ্ডে (বসে আছেন)। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: জম্মুতে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছেন কাশ্মির উপত্যকায় মোতায়েন করা ভারতের ১৫ নম্বর কোরের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডি পি পাণ্ডে। খবর হিন্দুস্তান টাইমসের।
বুধবার (৩০ জুন) গণমাধ্যমকে তিনি বলেন, ‘আজকাল ড্রোন সহজলভ্য হয়ে গেছে। যেকোনো গোষ্ঠীই এটা সংগ্রহ করতে পারে। তবে রাস্তাঘাটে বসে ড্রোন তৈরি করা সম্ভব নয়। এর জন্য রাষ্ট্রীয় মদদ এবং প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। লস্কর-ই-তৈয়বা বা জৈশ-ই-মুহাম্মদের মতো পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীরা রাষ্ট্রীয় সহায়তায় এসব ড্রোন বানিয়েছে।’
কেবল বোমাবাহী ড্রোন তৈরিই নয়, বরং সেগুলো নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান। এমনটাই অভিযোগ লেফটেন্যান্ট জেনারেল ডি পি পাণ্ডের।
ভারতের সেনাপ্রধান এম এম নরবণে বলেছেন, রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন গোষ্ঠীর কাছেও ড্রোন পাওয়া এখন সহজ। ফলে সেগুলো মোকাবিলায় আমাদের সামনে চ্যালেঞ্জ বেড়ে গেছে। যা ভবিষ্যতে যুদ্ধ কৌশলের আমূল পরিবর্তন ঘটাতে পারে।
এর আগে গত শনিবার (২৬ জুন) দিবাগত রাতে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই বায়ুসেনা আহত হয়েছেন।