উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ড্রয়ের পর ডেথ গ্রুপ নামে পরিচিত ছিল গ্রুপ “এফ”। এই গ্রুপে ছিল হট ফেভারিট ফ্রান্স, জার্মানী, পর্তুগাল এবং জায়ান্ট কিলার নামে পরিচিত হাঙ্গেরী।
হাঙ্গেরী গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল। কিন্তু বিদায় নেয়ার আগে ঠিকই চমক দেখায় তারা। ফ্রান্স এবং জার্মানী দুই দলকেই জয় বঞ্চিত করেছিল তারা। পারেনি কেবল পর্তুগালের সঙ্গে।
তবে গ্রুপের বাকি তিনটি দলই উঠেছিল পরের রাউন্ডে। ফ্রান্স হয়েছিল গ্রুপ চ্যাম্পিয়ন। জার্মানী রানার্সআপ এবং পর্তুগাল তৃতীয়। কিন্তু দ্বিতীয় রাউন্ডে গিয়ে তিনটি দলই বিদায় নেয়।
ফ্রান্সকে হারিয়ে দেয় সুইজারল্যান্ড। একটা সময় ম্যাচে ৩-১ গোলে এগিয়ে থেকেও হেরেছিল ফ্রান্স টাইব্রেকারে। জার্মানীকে হারানোর জন্য ইংল্যান্ডকে টাইব্রেকারে যেতে হয়নি। নির্ধারিত সময়েই ২ গোল দিয়েছিল তারা।
এই দুটি দলের তুলনায় পর্তুগালের হার কিছুটা দূর্ভাগ্যই বটে। পুরো ম্যাচে তারা দুর্দান্ত খেলেছিল। কিন্তু বেলজিয়ামের জাল খুঁজে পায়নি তারা। হেরেছিল ১-০ গোলে।
সব মিলিয়ে ডেত গ্রুপের চারটি দলই এখন বিদায়। তাদের কোন অস্তিত্বই নেই টুর্নামেন্টে।