প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, ১ জুলাই ২০২১
মহামারী করোনায় ফরিদপুরে খাদ্য সহায়তা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ফরিদপুর জেনারেল হাসপাতালে করোনায় ভর্তি রোগী ও স্বজনদের মাঝে এ খাদ্য সহায়তা কর্মসূচীর উদ্বোধন করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফরিদপুর জেলা শাখা এ উদ্যোগ গ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, যুগ্ন-আহবায়ক খাঁন মোঃ শাহ সুলতান রাহাত, সদস্য তানভির কামাল সাব্বির, ফরিদপুর পলিটেকনিক কলেজের সাবেক জিএস ও যুবলীগ নেতা এম এম নাসির, শহর যুবলীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান শুভ ও থানা যুবলীগ নেতা আলমাস হোসাইন প্রমূখ।
উল্লেখ্য, এই মহামারী করোনাকালীন সময় ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের যে সকল স্বজন থাকবেন, তাদের মাঝে প্রতিদিন খাদ্য সহায়তা দিবে বলে প্রতিশ্রুতি দেন যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু।
function myFunction() {
if ( document.body.scrollTop > 10 || document.documentElement.scrollTop > 10) {
navbar.classList.add("sticky")
x[0].classList.add("st")
} else {
navbar.classList.remove("sticky");
x[0].classList.remove("st");
}
}
Source by [সুন্দরবন]]