০ স্টাফ রিপোর্টার
অবশেষে ওএসডি হলেন শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ মুন্সী মোঃ রেজা সেকেন্দার। তাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে ঝিনাইদহ ম্যাটস-এ সংযুক্তি করা হয়েছে। চাকুরি জীবনের শেষে এসে অর্থাৎ অবসরে যাওয়ার মাত্র এক সপ্তাহ আগে এমন বদলী আদেশকে অনেকেই ভিন্ন ভাবে দেখছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত গত ৩০ জুনের এক প্রজ্ঞাপনে ডাঃ মুন্সী মোঃ রেজা সেকেন্দারকে ওএসডি করার কথা উল্লেখ করা হয়। একই প্রজ্ঞাপনে আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নড়াইল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ আব্দুস শাকুরকে।
উল্লেখ্য, ডাঃ মুন্সী মোঃ রেজা সেকেন্দার এর আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা অবস্থায় বিগত অর্থ বছরে বরাদ্দ থাকার পরও প্রায় সাড়ে চার কোটি টাকা ফেরত যায়। আর আবু নাসের হাসপাতাল থেকেও গত অর্থ বছরে ফেরত গেছে প্রায় ১২ কোটি টাকা।
Post Views:
2