প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ২ জুলাই ২০২১
রবিউল হোসেন রবি, চট্টগ্রাম থেকে: চট্টগ্রামের বন্দর থানার আনন্দবাজারে রাস্তা পার হওয়ার সময় টহলরত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) গাড়ির ধাক্কায় মো. আইনুল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সাগরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইনুল বন্দর থানার মাইজপাড়ার মো. আনছারের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় টহলরত র্যাব-৭ এর একটি গাড়ির সঙ্গে ওই কিশোরের ধাক্কা লাগে। পরে গুরুতর আহত অবস্থায় র্যাব সদস্যরা তাকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
function myFunction() {
if ( document.body.scrollTop > 10 || document.documentElement.scrollTop > 10) {
navbar.classList.add("sticky")
x[0].classList.add("st")
} else {
navbar.classList.remove("sticky");
x[0].classList.remove("st");
}
}
Source by [সুন্দরবন]]