বার্সালোনা তারকা লিওনেল মেসির সঙ্গে বার্সার চুক্তি জুনের ৩০ তারিখেই শেষ হয়ে গেছে। মেসি এখন ফ্রি। চাইলে যেকোন ক্লাবে চলে যেতে পারবে এবং বার্সালোনা কোন বাধাও দিতে পারবে না।
তবে বার্সালোনা সভাপতি লাপোর্তে আত্মবিশ্বাসী যে মেসি বার্সাতেই থাকবে। সাবেক বার্সা তারকা জাভি হার্নান্দেজও মনে করছেন মেসি শেষ পর্যন্ত বার্সাতেই থাকবে।
জাভি বলেন, “আমরা দেখতে পাচ্ছি কিভাবে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমি অনুভব করছি যে বার্সালোনাতে মেসি আনন্দে আছে। সবকিছুই তার নতুন চুক্তির ইঙ্গিত দিচ্ছে এবং আমি মনে করি সে এটার প্রাপ্য।
“বার্সালোনার মেসিকে প্রয়োজন। মেসির বার্সাকে প্রয়োজন। আশাকরি কয়েকদিনের মধ্যেই নতুন চুক্তি হবে। সে বার্সাতে সুখি এবং আমি নিশ্চিত নতুন চুক্তি হবেই।”