কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আগামীকাল ব্রাজিলের ম্যাচ রয়েছে। আগামীকাল সকালে ব্রাজিলের মুখোমুখি হবে ল্যাতিনের আরেক শক্তিশালী দল চিলি।
পরদিন সকাল সাতটায় আরেক জায়ান্ট আর্জেন্টিনার খেলা রয়েছে। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। আর এই দুটি ম্যাচের রেফারিই নির্ধারন করেছে কনমেবল।
ব্রাজিলের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন আর্জেন্টাইন রেফারি ৪৬ বছর বয়সী প্যাট্রিসিও লুস্তাও। আর আর্জেন্টিনার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ৩৯ বছর বয়সী ব্রাজিলিয়ান রেফারি উইল্টন সাম্পাইও।
এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বেও এই রেফারি ছিল আর্জেন্টিনা ও উরুগুয়ের ম্যাচে। ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জিতেছিল।