প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ২ জুলাই ২০২১
রাজবাড়ীর পাংশা পৌর এলাকার মৈশালা গ্রামে বৃহস্পতিবার (১ জুন) রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আব্বাস উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্বাস মৈশালা এলাকার মোঃ কালাম মন্ডলের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার (১ জুন) সন্ধার পর পাশ^বর্তী এক বাড়ির ছাদে উঠলে ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া কারেন্টের তারে শর্ট লেগে ছাদের উপরে পর থাকে।
পরে খোজা খুজির এক পর্যায় আব্বাসকে ছাদের উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানিয়রা । সেখান থেকে তাকে উর্দ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দুই সন্তানের জনক নিহত আব্বাস পেশায় পরিবহন চালক ছিলেন। এ ঘটনায় আব্বাসের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ।
function myFunction() {
if ( document.body.scrollTop > 10 || document.documentElement.scrollTop > 10) {
navbar.classList.add("sticky")
x[0].classList.add("st")
} else {
navbar.classList.remove("sticky");
x[0].classList.remove("st");
}
}
Source by [সুন্দরবন]]