আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ অনেকেই আছেন যারা আশা এনজিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর জন্য অপেক্ষায় আছেন। তাদের জন্য আশার নতুন জব সার্কুলার নিয়ে আসলাম। এছাড়া অন্যান্য সকল এনজিও চাকরির বিজ্ঞপ্তিও আমাদের সাইটে পাবেন।
ASA NGO Job Circular 2021: আশা বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভর ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান-যার সেবার আওতায় রয়েছে ৩,০৭৩ ব্রাঞ্চের মাধ্যমে ২৫,০০১ স্থায়ী কর্মীর তত্ত্বাবধানে প্রায় ৭০ লক্ষ সদস্য। আশার কর্মসূচির অধীনে নিমোক্ত পদে শর্ত সাপেক্ষে লোকবল নিয়োগ করা হবে।
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
আবেদন যোগ্য জেলা | সকল জেলা |
চাকরি | এনজিও চাকরি |
সময় | ফুল টাইম |
কোম্পানি | আশা |
পদ | ৫টি |
পদের সংখ্যা | ১৯৫ জন |
বয়স | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক |
আবেদনের শেষ তারিখ | ১৫ জুলাই, ২০২১ |
আবেদনের মাধ্যম | ই-মেইল |
দেখে নিনঃ চলমান সরকারি চাকরির বিজ্ঞপ্তি
পদের নামঃ শাখা ব্যবস্থাপক
পদসংখ্যাঃ ২১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান
বেতনঃ ২৯,০০০ টাকা
পদের নামঃ লোন অফিসার
পদসংখ্যাঃ ৩২ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমান
বেতনঃ ২৭,২০০ টাকা
পদের নামঃ কেন্দ্র পরিদর্শক
পদসংখ্যাঃ ৫২ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমান
বেতনঃ ২৫,০০০ টাকা
পদের নামঃ ইউনিয়ন কর্মকর্তা
পদসংখ্যাঃ ৪০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান
বেতনঃ ২৩,০০০ টাকা
পদের নামঃ মাঠ সংগঠক
পদসংখ্যাঃ ৫০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি/সমমান
বেতনঃ ২১,৫০০ টাকা
বিজ্ঞপ্তি প্রকাশের ১২ দিনের মধ্যে [email protected] এই ইমেইলের মাধ্যমে আবেদনপত্র/সিভি পাঠাতে হবে। তবে দয়া করে কেউ কোন টাকা-পয়সা লেনদেন করবেন না। চাকরি পেতে কোন টাকা দেয়া লাগে না। আর অবশ্যই বিজ্ঞপ্তি আসল কিনা যাচাই করবেন, প্রয়োজনে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে নিবেন।
জরুরী সতর্কবার্তাঃ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় প্রজবসবিডি-এর নয়। চাকরিপ্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়া দেখতে পারেন-
পদের নামঃ এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যাঃ ০১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসএসি/এমএসসি (কম্পিউটার সায়েন্স/আইটি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/সমমান ইঞ্জিনিয়ারিং ডিগ্রী) ও এক বছরের অভিজ্ঞতা।
বেতনঃ ৩০,০০০ টাকা
পদের নামঃ মেডিকেল অফিসার
পদসংখ্যাঃ ১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এমবিবিএস পাশ হতে হবে, বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে।মাইক্রোসফট অফিস, ই-মেইল ও ইন্টারনেট ব্রাউজিং এ পারদর্শী হতে হবে। মহিলাদের অগ্রাধিকার দেয়া হবে। ১ বছর স্বাস্থ্য সংশ্লিষ্ট এনজিওতে কাজ করার অভিজ্ঞতাসহ ন্যুনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ ৫৬,০০০ টাকা
প্রথম ১ বছর শিক্ষানবিশকাল হিসেবে চাকরি করতে হবে। শিক্ষানবিশকালীন এক বছর মাসিক স্থিরকৃত বেতন প্রদান করা হবে। শিক্ষানবিশকাল শেষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করাসহ পি.এফ ও সার্ভিস বেনিফিট সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, বাৎসরিক উৎসব ভাতা, নববর্ষ ভাতা, এমপ্লয়ীজ গ্রুপ, বেনিফিট ফান্ড ইত্যাদি প্রযোজ্য হবে ।
প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী এবং সদালাপি হতে হবে । আগ্রহী প্রার্থীদের আগামী ১৯/০৩/২০২১ এর মধ্যে bdjobs.com -এর মাধ্যমে আবেদন পাঠাতে হবে । আবেদনের সঙ্গে কোন সনদপত্রের ফটোকপি জমা দেয়ার প্রয়োজন নেই।
কেবলমাত্র বাছাইকৃত সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে
সাক্ষাৎকারের সময় মূল শিক্ষা সনদ, অভিজ্ঞতার সনদ, বিএমডিসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে), NID কার্ড ইত্যাদি সঙ্গে আনতে হবে। নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় সংস্থা’র নিয়মানুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে-যার বিপরীতে সরকারী ব্যাংকের সঞ্চয়ী হিসাবের লভ্যাংশের হারে লভ্যাংশ দেয়া হবে।
নিয়মিত এনজিও চাকরির খবর পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হতে পারেন
কুড়িগ্রাম জেলায় ইউনিয়ন কর্মকর্তা পদে চাকরি করতে চাই। এস এস সি পাস,জিপিএ ৩.৫৬