কনিঙ্কলিজকের বিপক্ষে আজ এক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল আয়াক্স। আর এই ম্যাচে প্রতিপক্ষ কনিঙ্কলিজকের বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছে আয়াক্স।
এই ম্যাচে আয়াক্সের হয়ে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান তারকা ডেভিড নেরেস। ম্যাচের ১৯, ২১ এবং ২৩ মিনিটে পরপর তিনটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড নেরেস।
নেরেস ছাড়া একটি করে গোল করেন টেইলর, দানিলো এবং হ্লিনসন। ম্যাচের ২৪, ৪৩ ও ৫১ মিনিটে আসে এই গোল তিনটি।