🚩করোনার এই মহামারীতে বন্যার মতো দূর্যোগের আশঙ্কা! দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চল তথা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশকিছু স্থানের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং কিছু কিছু স্থানে ইতমধ্যেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আগামি প্রায় সপ্তাহখানেক এমন ভারি বর্ষণের আশঙ্কা থাকায় খুব শীঘ্রই দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ স্থানের নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নদীতীরবর্তী নিচু প্রায় সকল এলাকা প্লাবিত করতে পারে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী এই পানি ধীরে ধীরে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলের দিকে ধাবিত হয়ে মধ্য ও পরবর্তীতে দক্ষিণাঞ্চলের কিছু স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে!
কাজেই নদী এলাকায়/বন্যাপ্রবণ এলাকায় বসবাসরত সকলে নদী ভাঙ্গন ও বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকবেন আর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখবেন।
@BWOT
সকাল ৯:২১ মিনিটে।