ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় আসর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। আজ চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে তারা।
চিলির বিপক্ষে আজকের কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধটা ছিল ব্রাজিলিয়ানদের জন্য হতাশার। একের পর এক গোল মিসের মহড়ায় গোল পাওয়া হয়নি তাদের।
তবে বিরতির পরপরই ফিরমিনোর বদলি হয়ে নামা পাকুয়েতা গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। কিন্তু এই গোলের রেশ না কাটতেই আবার ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। গ্যাব্রিয়েল জেসুস লাল কার্ড দেখেন।
তবে ১০ জনের দল নিয়েও বাকিটা সময় চিলির সঙ্গে আধিপত্য বিস্তার করেই খেলে ব্রাজিল। তবে কোন গোল আদায় করতে পারেনি। ওইদিকে চিলিও পারেনি দশ জনের ব্রাজিলের বিপক্ষে সুবিধা আদায় করতে। ফলে ১-০ গোলে জিতেই মাঠ ছাড়ে ব্রাজিল।