প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ৩ জুলাই ২০২১
মৌলভীবাজার জেলার জুড়ীতে কঠোর লকডাউন বাস্তবায়নে প্রথম দিন থেকে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। তবে সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে দিনরাত কাজ করে যাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। পুলিশ ও বিজিবির সহায়তায় তিনি প্রতিদিন সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ জরিমানা আদায় করেছেন।
শনিবার ( ৩ জুন ) সরকারি নির্দেশনা অমান্য করে বিকেল ৫ টার পর দোকান খোলা রাখায় উপজেলার আমতৈল ও খালেরমুখ বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ সালের ২৫ এর ২ ধারা অনুযায়ী ১০ টি মামলায় ১১৩০০ টাকা জরিমানা করেন।অভিযানকালে জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান বলেন, করোনা ভাইরাস রোধকল্পে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যবিধি ও সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
function myFunction() {
if ( document.body.scrollTop > 10 || document.documentElement.scrollTop > 10) {
navbar.classList.add("sticky")
x[0].classList.add("st")
} else {
navbar.classList.remove("sticky");
x[0].classList.remove("st");
}
}
Source by [সুন্দরবন]]