কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে আজ সকালে মুখোমুখি হয়েছিল চিলি এবং ব্রাজিল। এই ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আসে গোলটি। তবে গোলের মিনিট খানেক পরই লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল জেসুস।
টিটে ব্রাজিলের কোচ হওয়ার পর একমাত্র প্লেয়ার হিসেবে জেসুসই লাল কার্ড দেখেছেন। তবে তিনি দুইবার লাল কার্ড দেখেছেন টিটের অধিনে।
প্রথমবার ২০১৯ কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন। দ্বিতীয়বার আজকে চিলির বিপক্ষে লাল কার্ড দেখেছেন।