নেইমার হচ্ছে অত্যন্ত বিরল একটি প্রতিভা। ফুটবলে তার মত ম্যাজিক্যাল কেউ নেই। সম্প্রতি ফিফাকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি।
ফিফার সঙ্গে সাক্ষাৎকারে আলভেসের কাছে প্রশ্ন করা হয়, তার চোখে বর্তমান বিশ্বের সেরা প্লেয়ার কে? জবাবে আলভেস বলেন, নেইমার।
নেইমারকে নিয়ে আলভেস বলেন, “নেইমার হচ্ছে অত্যান্ত বিরল প্রতিভা। কিন্তু সে যথাযথ সম্মান পাচ্ছে না। আমাদের দেশে সফল হওয়া যেন একটি অপরাধ। যদি সে ব্রাজিলিয়ান না হয়ে অন্য দেশের হত এবং এখন যা করছে সেসবই করত, তাহলে অনেকেই নেইমারকে আরও অনেক বেশি সম্মান করত।
“নেইমার বাচ্চাদের ফুটবলের প্রতি ভালোবাসতে শেখায়। যখন আমি ছোট ছিলাম, আমাদের ফুটবলের প্রতি ভালোবাসতে শিখিয়েছিল ব্রাজিলিয়ানদের ছন্দ এবং ম্যাজিক।
“কিন্তু ফুটবল এখন বোরিং হয়ে পরেছে। এখন ফুটবল খুব ট্যাকটিক্যাল এবং শারীরিক। ফুটবল হওয়া উচিত একটি আর্ট, সুন্দর কিছু। যখন আপনি নেইমারের খেলা দেখবেন, কেউ তার মত ম্যাজিকাল নয়। আমি ফুটবলকে ভালোবাসি এবং নেইমার খেলা দেখতে ভালোবাসি।”