শনিবার বিকালে জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার প্রাণি সম্পদ মোড়ে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন তাকে জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্ত মেহেদী হাসান বগুড়ার নামুজা এলাকার বাংলাবাজার গ্রামের বাসিন্দা।
জেলা এনডিসি মোনাব্বর হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালত চলাকালে ভ্যানে করে আসা কয়েকজনকে বাইরে আসার কারণ জানতে চাওয়া হয়। এ সময় তাদের পক্ষে মেহেদী হাসান পাত্রী দেখতে আক্কেলপুরে এসেছেন বলে জানিয়েছেন।
বিষয়টি লকডাউনের নিয়ম পরিপন্থি বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন মেহেদী হাসানকে এক হাজার টাকা জরিমানা করেন।
লকডাউনে তৃতীয় দিনে অযথা বাড়ির বাইরে বের হওয়াসহ স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে জেলার ১৫টি ভ্রাম্যমাণ আদালতে ৯৭টি মামলায় ৯৬ হাজার ৪০০ টাকা জরিমান করা হয়েছে বলে মোনাব্বর হোসেন জানান