শরনেখোলা প্রতিনিধি
র্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে বাগেরহাট জেলাধীন শরণখোলা থানা এলাকার শরণখোলা টু সোনাতলা বেরিবাধ কাঁচা রাস্তার উপর অবৈধভাবে হরিণের চামড়া ক্রয়-বিক্রয়ের উদেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে বাগেরহাট জেলাধীন শরণখোলা থানা এলাকার শরণখোলা টু সোনাতলা বেড়িবাধ কাঁচা রাস্তার উপর মৃত মোসলেম ফকির এর বসত বাড়ীর সামনে অভিযান পরিচালনা রাত ০৩.৫০ মিনিটে মোঃ জাকির মল্লিক(৪৫), মোঃ মাসুম ফরাজী(৩০), মোঃ হাজিফুর পহলান(৩৫), মোঃ ওমর সানী মল্লিক(১৯) গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের নিজ দখল হতে ০২ টি হরিণের চামড়া উদ্ধার পূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বাগেরহাট জেলার শরণখোলা থানায় ১৯২৭ সালের বন আইন (সংশোধিত ২০০০) এবং বণ্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ মামলা রুজু প্রক্রিয়াধীন।
Post Views:
3