উয়েফা ইউরোর সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই জায়ান্ট স্পেন এবং ইতালি। আগামী ৬ তারিখ রাত ১টায় মুখোমুখি হবে এই দুই জায়ান্ট।
সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে ইতালি হারিয়েছে বেলজিয়ামকে। আর স্পেন হারিয়েছে চমক দেখানো সুইজারল্যান্ডকে।
সেমিফাইনালে সুইজারল্যান্ডকে হারাতে বেশ কষ্ট করতে হয়েছে স্প্যানিশদের। ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে গিয়ে সুইসদের হারাতে হয় স্পেনকে।
অন্যদিকে প্রথমার্ধেই খেলার ফলাফল নির্ধারণ হয়ে যায় ইতালি ও বেলজিয়ামের ম্যাচে। ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে ইতালি এবং তিনটি গোলই আসে প্রথমার্ধেই।
The post সেমিফাইনালে মুখোমুখি ইতালি-স্পেন appeared first on স্পোর্টস প্রতিদিন .
Source by [সুন্দরবন]