ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় আসর কোপা আমেরিকার এবারের আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল ও পেরু। সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে এই দুটি দলই।
আজকে কোয়ার্টার ফাইনালে পেরু হারিয়েছিল প্যারাগুয়েকে। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র থাকা ম্যাচে টাইব্রেকারে জয় পায় পেরু।
অন্যদিকে চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় ব্রাজিল। ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন লুকাস পাকুয়েতা।
সেমিফাইনালের লড়াইয়ের আগেই অবশ্য গ্রুপ পর্বে পেরু এবং ব্রাজিল মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।