উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। আজ অনুষ্ঠিত এই ম্যাচে উরুগুয়েকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে কলম্বিয়ানরা।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই পেয়েছিল গোলের সুযোগ। কিন্তু সেগুলো কাজে লাগাতে না পারলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে শেষ হাসি হাসে কলম্বিয়া।
টাইব্রেকারে প্রথম চারটি শটের মধ্যে চারটিতেই গোল করে কলম্বিয়া। কিন্তু চার শটের মধ্যে দুটি মিস করে উরুগুয়ে। দ্বিতীয় প্লেয়ার হিসেবে শট নিতে এসে মিস করেন জিমিনেজ। আর চতুর্থ প্লেয়ার হিসেবে ম্যাতিয়াস ভিনা মিস করেন। টাইব্রেকারে কলম্বিয়ার জয়ের নায়ক গোলকিপার অসপিনা। দুর্দান্ত সেভ করেছেন তিনি।