খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ানের পুর্ব হরিনটানার ৪নং ওয়ার্ডের কুবা জামে মসজিদ সংলগ্ন প্রায় ৩০০ –৪০০ ফুট এর একটি কাঁচা মাটির রাস্তা রয়েছে । রাস্তাটি সিটি কর্পোরেশনের পার্শ্ববর্তী হওয়ায় এবং সীমানা সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন অকার্যকর অবস্থায় আছে। খুলনা সিটি কর্পোরেশনের জলাবদ্ধতার মুলকারন যেখাল তার পাশ দিয়ে মাটির রাস্তা এটি ।
মাটির রাস্তা উন্নত করনের মধ্য দিয়ে খালটা পরিস্কার পরিচ্ছন্ন রাখলে জলাবদ্ধতা তথা মশার বংশ বিস্তার রোধে সহায়ক হবে। বর্ষা মৌসুমে খালের পানি উপচে হাটু পানি হওয়ায় এখানকার মানুষদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। সাথে পানি বাহিত রোগে আক্রান্ত হয়। মাটির রাস্তাটি এতটাই অকার্যকর যে এখানে কোন ধরনের যানবাহনের অনুপযোগী সাথে বর্ষার মৌসুমে এখানকার বাসিন্দাদের বাড়তি পাঁচ কিঃমিঃ অতিক্রম করে শহরে প্রবেশ করতে হয়।
রাস্তাটি অকার্যকর হওয়ায় প্রশাসনের লোকজন যাতায়ত না করায় মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন কারী দৌরাত্ম বেশি। খাল খনন সহ রাস্তা মেরামতের জন্য অবশ্যই স্থানীয় জন প্রতিনিধিরা একটা পরিকল্পনার আওতায় আসে ,তবে আপাতত জনদুর্ভোগ কমাতে এটা চলাচলের উপযোগী করা অতি আবশ্যক। জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন অর রশিদ, এলজিইডি চীফ ইঞ্জিনিয়ার, বটিয়াঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম খান আবেদন পেশ করেছেন। আবেদনে অতিসত্বর সম্পন্ন করার সার্বিক ব্যবস্থা গ্রহন করবেন এ মর্মে আশ্বস্থ করেন । এসময় উপস্থিত ছিলেন এ্যডঃ হালিমা খাতুন শিউলী যুগ্ন আহবায়ক যুব মহিলা লীগ খুললা মহানগর ,মোঃ ইমরান হোসেন সাধারন সম্পাদক খুলনা জেলা ছাত্রলীগ ,মোঃ শরিফুল ইসলাম সাবেক যুগ্ন সাধারন সম্পাদক খুলনা মহানগর ছাত্রদল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ১৭তম ব্যাচের ফেলো হিসাবে খুলনার জনগনের দুর্ভোগ নিরসনের জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের হয়ে এই উদ্দোগটি হাতে নিয়েছে।
Post Views:
7