ইয়ার্কি ডেক্স: ঘর দেখলেই বোঝা যায় মনেপ্রাণে আর্জেন্টিনা সমর্থক শরণখোলার সামাদ। ঘরের আনাচে কানাচে সাদা আর আকাশি রংয়ের ছড়াছড়ি। কিন্তু কোথাও হলুদ রঙের ছিটেফোঁটা নেই। হলুদের কাছাকাছি হওয়ার বর্জন করেছেন কমলা কালারও।
সম্প্রতি বাসার রান্নাবান্নায় হলুদ ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করেছেন এই ডাউহার্ড আর্জেন্টিনা সমর্থক। হলুদের বদলে সমপরিমাণ মরিচের গুড়া ব্যবহারেও তার আপত্তি নেই।
সামাদের এমন সিদ্ধান্তকে হটকারি বলে আখ্যায়িত করেছেন সামাদের বউ এলাকার বিখ্যাত ব্রাজিল সমর্থক মারিয়া বেগম। বাসায় ৩ দিনের রান্নার অনশনের পাশাপাশি হলুদ শাড়ি পরে বাসার বাইরে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘রান্নাঘর আমার, সেখানে আমার সিদ্ধান্তই চুড়ান্ত। কোন স্বৈরাচারী আর্জেন্টিনা সমর্থকের চোখ রাঙানিকে পরোয়া করা হবে না। অলরেডি ৩ ছেলেকে ব্রাজিলের জার্সি কিনে দিয়ে দলে ভিডিড়েছি। আমাদের এই আন্দোলন চলবে।’
এদিকে হলুদ রঙের প্রতি নিজের ক্ষোভ ও অপছন্দের কথা প্রকাশ করেন সামাদ। তিনি বলেন, ‘গায়ে হলুদে হলুদ মাখি নাই। হলুদের বদলে মরিচ মাখছি। অনুষ্ঠানের নামও রাখছি ‘গায়ে সাদা আকাশি’।
বিশ্বাস করবেন না, তাও বলি, দেহ থেকে যেন হলুদ কোন কিছু নির্গত না হয় সেজন্য প্রতিদিন ৩ বেলা এক বোতল করে নীল খাই। হলুদের আধিক্য থাকায় জন্ডিস রোগটাকেও বয়কট করছি। এত দ্রুত আমি আমার লক্ষ্য থেকে বের হতে পারবো না।’
যদিও আমাদের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে মারিয়া বেগমের অনশনের খবরে কিছুটা নমনীয় সুরে সামাদ বলেন, ‘ওকে, হলুদ ব্যবহার করা যাবে। তবে বাজার থেকে নীল, সাদা কিংবা আকাশি কালারের কোন হলুদ থাকলে তবেই তা ব্যবহার করতে পারবে।’