শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ পল্লীতে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসি।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোড়েলগঞ্জ সার্কেল বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী ওই শিক্ষার্থী।সোমবার সকাল ১০টায় হোগলাপাশা ইউনিয়নের বড় হরিপুর গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন ও বিক্ষোভে অংশ গ্রহন করেন নারী পুরুষ সহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। এ মানববন্ধনে প্রতিবাদের ঝড় ওঠে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বড় হরিপুর গ্রামে মৃতঃ অতুল বাওয়ালীর ছেলে বিপুল চন্দ্র বাওয়ালী(বিশ্বাস) এলাকায় একের পর এক অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে গ্রামবাসিদের হুমকি, মারপিট করে ও ভয়ভীতি দেখিয়ে অতিষ্ট করে তুলেছে গোটা হরিপুর গ্রামের মানুষকে। ভূক্তভোগী ওই গ্রামের বাসিন্দা বিপুর মিস্ত্রী, উজ্জল হালদার, গিয়াস বেপারী, সর্বশেষ এ গ্রামের নারায়ন চন্দ্র শীলের ১০ম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রীকে ঘটনার দিন ২৭ জুন সকালে উত্যক্ত লাঞ্চিত করে প্রকাশ্যে রাস্তায় দাড়িয়ে টানাহেচড়া করে বিপুল বাওয়ালী।
স্থানীয় প্রভাবে এলাকায় সে একের পর এক অপরাধ করেও আইনের ফাঁক থেকে বেড়িয়ে যায়। বিপুল বাওয়ালীর বিরুদ্ধে একাধিক ভূক্তভোগীরা ইতোপূর্বে থানায় সাধারণ ডায়রী ও অভিযোগ দিলেও হয়নি কোন প্রতিকার।
ভূক্তভোগী ওই স্কুল ছাত্রী কান্না জড়িত কন্ঠে বলেন,ওই বিপুল বাওয়ালী এতো ক্ষমতা কোথায় পায়, অপরাধ করেও তার কোন বিচার হয় না। আমাকে বিভিন্ন সময়ে সে পথে ঘাটে অশ্লীল ভাষা ও উত্যক্ত করে। এ ঘটনার আমি দৃষ্টান্তমূলক বিচার চাই।যা দেখে অন্য কেউ পরবর্তীতে কোনো মেয়েদের সাথে এরূপ আচরন করতে সাহস না পায়।
প্রতিবাদকারীরা বিপুল বাওয়ালীর এ ধরনের কর্মকান্ডে অবিলম্বে তাকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি।
বিপুল চন্দ্র বাওয়ালী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ওই স্কুল ছাত্রীর পিতার সাথে জমি নিয়ে বিরোধের কারনে তার বিরুদ্ধে এহেন অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে মোড়েলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিন বলেন, স্কুল ছাত্রীকে উত্যক্ত করার বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য থানা অফিসার ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে।