উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী স্পেন এবং ইতালি। এই লড়াইয়ের আগে ইতালিকেই এগিয়ে রাখছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ মরিনহো।
টকস্পোর্টের সঙ্গে আলোচনা অনুষ্ঠানে ইতালি এবং স্পেনের মধ্যকার লড়াই নিয়ে কথা বলেছেন তিনি। সেখানেই জানিয়েছেন তার মতামত।
মরিনহো বলেন, “ইতালির মত স্পেনকে শক্তিশালী মনে হচ্ছে না। তবে তাদের অনেক প্রতিভাবান তারকা আছে এবং তাদের খেলার স্টাইলও দারুণ। তারা যেকোন প্রতিপক্ষকে আঘাত করতে পারে।
“এটা অনেক বড় একটি সেমিফাইনাল। এটা ফাইনাল ম্যাচের পুনরাভৃত্তি যেখানে স্পেন ইতালিকে বিধ্বস্ত করেছিল।”