কোপা আমেরিকার এবারের আসরে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে জায়ান্ট ব্রাজিল। আজ প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে তারা।
ব্রাজিলে অনুষ্ঠিত এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বে পেরুকে ৪-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। চেনা প্রতিপক্ষের বিপক্ষে আজকে সেমিফাইনালে তাদের জয় ১-০ গোলের।
এই ম্যাচে ব্রাজিলের জয়সূচক একমাত্র গোলটি করেন মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। তবে এই গোলের পুরো কৃতিত্ব ছিল সেরা তারকা নেইমারের।
পেরুর তিনজন তারকাকে নিজের ড্রিবলিং স্কিল দিয়ে বোকা বানিয়ে ডিবক্সের ভেতরে পাকুয়েতার দিকে বল বাড়ান নেইমার। সেই বলে গোল করতে কোন সমস্যাই হয়নি পাকুয়েতার।
তবে ম্যাচে ব্রাজিলের গোলের ব্যবধান আরও অনেক বাড়তে পারত। ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছে তারা।