গত ৪ জুলাই শরনখোলাস্থ অনলাইন নিউজ পোর্টাল সুন্দরবন টোয়েন্টিফোরে শরনখোলা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্যের আবাসিক মেড়িকেল অফিসার ডা. মো. আরিফুল ইসলাম রাকিবকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে।
তা একটি কুচক্রী মহলের গভীর ষড়যন্ত। ওই চক্রটি বিভ্রান্তি মুলক তথ্য সরবারহ করে। আমাদের ও ডা. রাকিবের মঝে দেয়াল তুলে দেওয়ার চেষ্টা করেছেন।
ব্যক্তিগত ভাবে ওই চিকিৎসকের সাথে আমাদের কোন রাগ, অনুরাগ, মান, অভিমান, ক্ষোভ, দুঃখ, দেনা, পাওনা, মালি, মামলা কিংম্বা দ্বন্দ্ব নাই।
অনাকাংক্ষিত এই ভুল বোঝাবুঝির জন্য আমরা সুন্দরবন টোয়েন্টিফোর পরিবার আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
সম্পাদক
সুন্দরবন টোয়েন্টিফোর