মনোসেক্স তেলাপিয়ার নার্সারি পুকুরে চাষ ব্যবস্থাপনা আমাদের দেশের অনেক মৎস্য চাষিরাই জানেন না। পুকুরে মাছ চাষ বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই পুকুরে মনোসেক্স তেলাপিয়ার চাষ করে থাকেন। এই মাছ চাষ বেশ লাভজনক। চলুন আজ জেনে নিব মনোসেক্স তেলাপিয়ার নার্সারি পুকুরে চাষ ব্যবস্থাপনা সম্পর্কে-
মনোসেক্স তেলাপিয়ার নার্সারি পুকুরে চাষ ব্যবস্থাপনাঃ
নার্সারি পুকুরে চাষ ব্যবস্থাপনাঃ
নার্সারি পুকুরের আয়তন: ১০-৩০ শতাংশ
গভীরতা: পানির গভীরতা সর্বোচ্চ ১ মিটার ও সারা বৎসর পানির ব্যবস্থা থাকতে হবে।
পুকুর প্রস্তুতি:
- পাড় ভাঙ্গা থাকলে তা সঠিকভাবে মেরামত।
- আগাছা দমন ও পাড়ের আশে পাশের ঝোপ ঝাড় পরিষ্কার করে সূর্যালোকের ব্যবস্থাকরণ।
- পুকুর শুকানো বা রোটেনন প্রয়োগে রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ দমন।
- সাপ, ব্যাঙ, পাখি যাতে প্রবেশ করতে না পারে সেজন্য নেটের ব্যবস্থা করা।
- প্রতি শতাংশে ১ কেজি হারে চুন প্রয়োগ।
- চুন প্রয়োগের ৫-৭ দিন পর, শতাংশে ১০০ গ্রাম ইউরিয়া ও ৫০ গ্রাম টিএসপি সার ব্যবহার করতে হবে।
পোনা মজুদ:
শতাংশ প্রতি ২০০০-২২০০ টি মনোসেক্স তেলাপিয়ার পোনা। পুকুরে সার দেওয়ার ৩-৪ দিন পর পোনা মজুদ করা যেতে পারে।
পোনার উৎস্য:
উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ অনুযায়ি।
খাদ্য প্রয়োগঃ
- ১ম ৩-৪ দিন মজুদকৃত পোনার দেহ ওজনের সমান অর্থাৎ ১০০% হারে।
- এরপর ৫-৮ দিন পোনার দেহ ওজনের ৬০-৭০% হারে।
- এরপর ৯-১২ দিন দেহ ওজনের ৪০-৫০% হারে।
- এরপর ১৩-২০ দিন দেহ ওজনের ২০-২৫% হারে।
- এরপর ২১-৩০ দিন দেহ ওজনের ১৫-২০% হারে।
- এরপর ৩০-৪৫ দিন দেহ ওজনের ১০-১২% হারে খাদ্য প্রয়োগ করতে হবে।
আয়তন ও গভীরতা:
- যে কোন আয়তনের তবে ২০-১০০ শতাংশের পুকুর হলে ভালো হয়।
- পানির গভীরতা ৩.৫-৪.৫ ফুট।
- যেহেতু মনোসেক্স তেলাপিয়া মজুদ পুকুরে ৪-৫ মাস থাকে তাই কমপক্ষে ৫-৬ মাস পানি থাকে এমন পুকুর মজুদ পুকুর হিসেবে নির্বাচন করতে হবে।
আরও পড়ুনঃ আধুনিক পদ্ধতিতে পাবদা মাছের পোনা মজুদ ও…
মৎস্য প্রতিবেদন / আধুনিক কৃষি খামার