পোলট্রি খামারে খাদ্যের অপচয় বন্ধে করণীয় যেসব কাজ রয়েছে সেগুলো খামারিদের সঠিকভাবে জেনে রাখতে হবে। মুরগির খামারে লাভবান হওয়ার জন্য খাদ্য প্রদান একটি গুরুত্বপূর্ণ বিষয়। খামারে বিভিন্ন কারণে খাদ্যের অপচয় হয়ে থাকে। খাদ্য অপচয় বন্ধ করতে না পারলে খাদ্য খরচ বৃদ্ধির পাশাপাশি লোকসানের সম্ভাবনা থাকে। চলুন আজ জানবো পোলট্রি খামারে খাদ্যের অপচয় বন্ধে করণীয় সম্পর্কে-
পোলট্রি খামারে খাদ্যের অপচয় বন্ধে করণীয়ঃ
১। পোলট্রি খামারে জায়গার তুলনায় বেশী পরিমাণ খাদ্য প্রদান করা হলে মুরগি খাদ্য নষ্ট করতে পারে। এজন্য খামারে জায়গা অনুপাতে খাদ্য প্রদান করতে হবে।
২। পোলট্রি খামারে প্রয়োজনের তুলনায় কম সংখ্যক খাবার ও পানির পাত্র দিলে মুরগি অনেক সময় খাদ্য নষ্ট করে ফেলে। তাই খামারে মুরগির সংখ্যা অনুযায়ী খাদ্য ও পানির পাত্র দিতে হবে।
৩। খাদ্যের পাত্র পূর্ন করে খাবার দিলে খাবার নষ্ট করে ফেলতে পারে। সেজন্য খাদ্যের পাত্র কিছুটা খালি রেখে খাদ্য প্রদান করতে হবে।
৪। খাবারের পাত্র সঠিক উচ্চতায় স্থাপন না করলে মুরগি খাবার নষ্ট করে ফেলতে পারে। খাদ্যের পাত্র খুব বেশি উচ্চতায় রাখা যাবে না।
৫। মুরগির খাদ্য হঠাৎ পরিবর্তন করলে মুরগি খাদ্য নষ্ট করতে পারে। সেজন্য খাদ্য পরিবর্তন করলে অল্প অল্প করে খাদ্য পরিবর্তন করতে হবে।
৬। পোলট্রি খামারে কৃমির সংক্রমণ বিশেষ করে সোনালী বা কক মুরগীতে গোলকৃমির কারণে খাবার নষ্ট করতে পারে। এজন্য সময়মতো কৃমিনাশক ওষুধ দিতে হবে।
আরও পড়ুনঃ বগুড়ায় পোলট্রি খামারে সফল প্রতিবন্ধী রুহুল
পোলট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার