বগুড়ায় লেবুর কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা দরে! যদিও বিভিন্ন সময়ে এই লেবুর পিস বিক্রি হয়েছে ১৫ টাকায়। করোনাকালে লেবুর চাহিদা বাড়লেও উৎপাদন ও বাজারে সরবরাহ বেশি হওয়ায় চাষিরা এখন কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
বগুড়ার নন্দীগ্রাম সাপ্তাহিক হাটসহ বিভিন্ন বাজারে লেবু কেজি হিসেবে বিক্রি করতে দেখা গেছে।
করোনাকালে লেবুর চাহিদা বাড়লেও উৎপাদন ও বাজারে সরবরাহ বাড়ায় ক্রেতা না পাওয়ায় লেবু বিক্রি করতে পারছেন না। ফলে প্রতি কেজি লেবু সর্বোচ্চ ২০ টাকায় বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন একাধিক চাষি।
নন্দীগ্রাম হাটে লেবু বিক্রি করতে আসা আজিজুর রহমান জানান, করোনাকালের প্রথম দিকে লেবির ভাল দাম পেলেও এখন কোন দাম পাচ্ছেন না। ফলে কেজি দরে বিক্রি করতে হচ্ছে।
লেবুচাষি আবু বক্কর জানান, লাভজনক হওয়ায় উপজেলার অনেক মানুষ লেবু চাষে ঝুঁকেছেন। অনেক কৃষক ইতোমধ্যে সফলতাও পেয়েছেন। কিন্তু বর্তমান সময়ে এসে লেবুর দাম একেবারেই কমে গেছে।
এ প্রসঙ্গে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু বলেন, বর্তমান করোনার পরিস্থিতিতে এই উপজেলায় লেবুর চাহিদা বেড়েছে। এজন্য লেবু চাষেরও আগ্রহ বাড়ছে চাষিদের। আর লেবুর ভরা মৌসুম বলে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে।