সুন্দরবন ডেক্স: করোনা দুর্যোগ সহ লক ঢাউন উপেক্ষা করে নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করায় জরিমানা গুনতে হয়েছে এক পিতার। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে।
স্থানীয়দের সুত্র জানায়, মালিয়া রাজাপুর গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার মোল্লার স্কুল পড়–য়া মেয়ে (১৫)কে একই উপজেলার রসুলপুর গ্রামের এক যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য ৭জুলাই (বুধবার) দুপুরে এক অনুষ্ঠানের অয়োজন করেন কনে পক্ষ। তাই মিষ্টি-মন্ডা নিয়ে বুধবার বর যাত্রীরা হাজির হন।
ওই দিন জোহর নামাজ বাদ দুপুরের খাবার শেষে জাইয়ের হাতে মেয়েকে তুলে দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেন দেলোয়ার। এমন খবর পেয়ে ৭জুলাই (বুধবার)উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খাতুনে জান্নাত তাৎক্ষনিক শরনখোলা থানা পুলিশের একটি দল সাথে নিয়ে ওই বিয়ে বাড়িতে অভিযান চালায়।
অপরদিকে, নির্বাহী কর্মকর্তার অভিযানের খবর পেয়ে খাবার ফেলে দ্রুত পালিয়ে যায় বর যাত্রী, কাজী সহ বিয়ের আয়োজকরা। পরে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেয়ের বাবাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত বলেন, ১৮ বছরের নিচে কোন মেয়ের বিয়ে হলে সেটা আইনত অপরাধ। যেহেতু ওই মেয়েটির উপযুক্ত বয়স হয়নি। তাই এটা বাল্য বিয়ে। এ সম্পর্কে তার পরিবারকে বুঝালে তারা বিষয়টি বুজতে পারেন।
তাই কনের পিতার কাছ থেকে একটি মুসলেকা নিয়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে, আমাদের উপাস্থিতি টের পেয়ে বর পক্ষের লোকজন আগেই সটকে পড়ে