সুন্দরবন ডেক্স: বাগেরহাটের শরণখোলায় করোনায় আক্রান্ত রোগীদের জন্য একটি কন্টোল রুম চালু করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত এমন উদ্দ্যেগ গ্রহন করেছে বলে জানাগেছে।
উপজেলার করোনায় আক্রান্ত রোগীরা ওই কন্টোল রুমে ফোন করলে তাদের বাড়িতে প্রয়োজনীয় সেবা, ওষুধ, ডাক্তার, অক্সিজেন ও খাবার পৌছে দিবে কন্টোল রুমের দ্বায়িত্বে থাকা সেচ্চা সেবক দলের সদস্যরা।
এছাড়া কোন রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাদের ঢাকা-খুলনা যাতায়াতের সকল খরচ বহন করা হবে। তাই যে কোন সয়তা পেতে ফোন করতে পারেন, নিম্নে নম্বর দুটিতে চেয়ারম্যার শরণখোলা উপজেলা পরিষদ – ০১৭১১-৩৯৮৮২৮/ সি.এ শরণখোলা উপজেলা পরিষদ ০১৯২২৬৮৯৪৯৮।