বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি আজ শুরু হয়েছে। আর টেস্টের শুরুতেই উইকেট হারিয়ে চাপে পরেছে বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশ মাত্র ৮ রানেই হারিয়েছে দুই ব্যাটসম্যানকে। ওপেনার সাইফ হাসান কোন রান না করেই আউট হন। তিনে নামা শান্ত আউট হন মাত্র ২ রান করে।
আরেক ওপেনার সাদমানের সঙ্গে এখন যোগ দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। ম্যাচে তামিম ইকবাল নেই ইনজুরির কারণে।