ইন্টার মিলান তারকা আশরাফ হাকিমি যে পিএসজিতে যাচ্ছে সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ইন্টার মিলান সিইও প্রকাশ্যেই জানিয়েছিলেন এই আলোচনার কথা।
এবার সেটার অফিশিয়াল ঘোষণা আসলো। পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই রাইটব্যাককে কেনার কথা।
হাকিমিকে গত মৌসুমেই কিনেছিল ইন্টার মিলান ৪০ মিলিয়ন ইউরো দিয়ে। কিন্তু আর্থিক কারণে এক মৌসুম পরই তাকে বিক্রি করে দিল।
হাকিমি গত মৌসুমে ইন্টার মিলানের হয়ে ৩৭টি ম্যাচ খেলেছিলেন। করেছিলেন সাত গোল এবং ১০টি অ্যাসিস্ট।