শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
চিরকুমারত্ব ভেঙ্গে ৩৫ বছরের মেয়েকে বিয়ে করলেন ৭০ বছরের বৃদ্ধ! মোরেলগঞ্জে ১৩৭জন ভূমিহীন পরিবার পেলেন জমিসহ ঘর রামপালে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল শরণখোলার ৭৫ ভূমিহীন পরিবার শরণখোলায় জমিসহ ঘর পাচ্ছেন আরো ৭৫ ভূমিহীন পরিবার সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন শরণখোলায় বিআরডিবির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহন শরণখোলায় দিনব্যাপী উদ্যোক্তা সমাবেশ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত শরণখোলায় শ্রেণীকক্ষ থেকে ২০০ এ্যান্ড্রয়েড ফোন উদ্ধার!

আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে তর্কে না জড়ানোর অঙ্গীকার

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

এবারের কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে ব্রাজিল-আর্জেন্টিনা। ১১ তারিখের এই ফাইনালকে ঘিরে দুই ভাগে বাংলাদেশে বিভক্ত হয়ে পড়েছেন দেশ দুটির সমর্থকরা। কে জিতবে এই নিয়ে চলছে তর্ক-বিতর্ক, ছড়াচ্ছে উত্তেজনা।

এ তর্ক সংঘর্ষেও রূপ নিয়েছে। মঙ্গলবার (০৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মাঝে হওয়া সংঘর্ষে তিনজন আহতও হয়েছেন। এদিকে, নওগাঁ জেলার নিয়ামতপুরে এক ব্রাজিল সমর্থক আর কখনও আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে তর্ক করবেন না বলে ২০ টাকার স্ট্যাম্পে সই করে অঙ্গীকার করেছেন।

ওই ব্রাজিল সমর্থক হলেন- নিয়ামতপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল বাকি। স্ট্যাম্পে তিনি লেখেন, ‘আমি আব্দুল্লাহ আল বাকি, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকা মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে এই মর্মে অঙ্গীকার করছি যে, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, ততদিন আর্জেন্টিনা দলের কোনও সমর্থকের সঙ্গে তর্কে জড়াবো না। কারণ ওরা কোনও যুক্তিই বোঝে না। এদের আসল উদ্দেশ্য তর্কে জয়লাভ করা; খেলায় না।’

তিনি আরও লেখেন, ‘কতটা নির্বোধ হলে তারা আজও সেভেন আপ, সেভেন আপ বলে চিল্লাফাল্লা করে, যা দেখে জার্মানির সমর্থকরাও হতাশ। কারণ জার্মানির অর্জনটাও তারা নিজেদের বলে দাবি করে। এর চেয়ে বরং অন্য দলের সমর্থকদের সঙ্গে তর্কে জড়ান। ইতালি বা জার্মানি আছে তাদের সঙ্গে জড়ান। শেয়ানে-শেয়ানে লড়াই জমবে। কেন পাঁচতারকা থেকে ঠেলে দুই তারকার লেভেলে নামবেন?’

ওই অঙ্গীকারনামায় নিজের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিও যুক্ত করেন আবদুল্লাহ আল বাকি। সাক্ষী হিসেবে রেখেছেন আশিকুজ্জামান নামের আরেক ব্রাজিল সমর্থককে। পরে পরিচিত আর্জেন্টিনা সমর্থকদের কাছে স্ট্যাম্পের ফটোকপি বিলিও করেছেন। পোস্ট করেছেন নিজের ফেসবুক আইডিতে।

তিনি বলেন, ‘আমার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ফুটবল খেলার সময় এলে মতবিরোধ তৈরি হয়। বারবার বোঝানোর পরও ব্যর্থ হয়ে আমার এই অঙ্গীকারনামা; যাতে করে আর কখনও তাদের সঙ্গে আমার তর্কে জড়াতে না হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Recent Posts

© 2022 sundarbon24.com|| All rights reserved.
Designer:Shimul Hossain
themesba-lates1749691102