করোনা সংক্রমণ রোধে সারাদেশে লকডাউন চলমান থাকায় সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে চালু করা হয়েছে ডিজিটাল পশুর হাট। আর এই ডিজিটাল হাটে বিটল জাতের একটি ছাগলটি বিক্রির জন্য তুলেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের আমিশ অ্যাগ্রো।
জানা গেছে, ১৪৫ কেজি ওজন বিটল জাতের এ ছাগলটির। বিক্রেতা সাড়ে ৩ লাখ টাকা দাম হাঁকলেও এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ২ লাখ ১৫ হাজার টাকা।
খামারের উদ্যোক্তা মতিউর রহমান গণমাধ্যমকে জানান, ১৮ মাস বয়স বিটল জাতের এই ছাগলটির। উচ্চতা ৩ ফুট ৮ ইঞ্চি। ভারতের পাঞ্চাব প্রদেশে উৎপত্তিস্থল এ জাতের ছাগলের। দুধ ও মাংস উৎপাদনের জন্য জাতটির বেশ সুনাম থাকায় কৃত্রিম প্রজননের মাধ্যমে এ জাতের কয়েকটি ছাগল উৎপাদন করা হয়েছে।
তিনি আরও জানান, চলতি বছর কোরবানির ঈদ সামনে রেখে ২৪৯টি গরু ও ৯৬টি ছাগল বিক্রির জন্য পালন করলেও ইতোমধ্যে অধিকাংশ গরু ছাগল বিক্রি হয়ে গেছে।
বিটল জাতের আরও দুটি ছাগল ডিজিটাল হাটে তুলেছে প্রতিষ্ঠানটি। সেগুলোর দাম হাঁকা হয়েছে যথাক্রমে দেড় লাখ ও ৯৫ হাজার টাকা। আর তাদের ফার্মের বারবারি জাতের ছাগলটির দাম হাঁকা হয়েছে ৮৫ হাজার টাকা।