লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় এক খামারির আড়াই হাজার মুরগির মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিতালি বাজারের স্থানীয় এক পোল্ট্রি খামারে। ভুল চিকিৎসায় আড়াই হাজার মুরগির মৃত্যু হয়েছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ঐ খামারি।
খামারি মাসুম হোসেন জানান, গত ১ সপ্তাহ আগে তার খামারের মুরগিকে ঔষধ প্রয়োগ করেন, মিতালিবাজারের পোল্ট্রি ব্যবসায়ী ডিলার নাসির পাটোয়ারী। ঔষধ প্রয়োগের দুইদিন পার না হতেই মাসুমের খামারের মুরগি মারা যেতে শুরু করে। এখন পর্যন্ত তার খামারের প্রায় ২৫০০ মুরগির মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, তার খামারে ৩৭০০ মুরগি ছিল এখন ৭০০ মুরগি আছে মুরগি মারা যাওয়ায় আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। খামারের এ বিশাল ক্ষতিতে দিশেহারা হয়ে পড়ছেন তিনি। খামারি মাসুম সঠিক বিচারের মাধ্যমে ওই ডিলারের কাছে ক্ষতি পূরণের দাবি করেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মোফাজ্জল হোসেন বলেন, ভুল চিকিৎসার কারণে খামারের মুরগিগুলোর মৃত্যু হয়েছে। রেজিস্টার্ড ডাক্তার ছাড়া অন্য কেউ এন্টিবায়োটিক প্রয়োগ করতে পারে না।
আরও পড়ুনঃ পোলট্রি খামারে খাদ্যের অপচয় বন্ধে করণীয়
সুত্রঃ জনকণ্ঠ
পোলট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার