হবিগঞ্জের পাহাড়ি জমিতে সবজি চাষে সফল হয়েছেন আব্দুল আউয়াল নামের এক কৃষক। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানের পতিত জমিতে সবজি চাষ করেছেন। কুমড়া, কাঁচা মরিচ, ঝিঙ্গা, বরবটি, বেগুন চাষ করে সফলতা পেয়েছেন কৃষক আব্দুল আউয়াল। তার দেখাদেখি এখন অনেকেই আগ্রহী হয়েছেন সবজি চাষে।
জানা যায়, নিজের কঠোর পরিশ্রমে উৎপাদিত বরবটি, ঝিঙ্গা, বেগুন, কুমড়া, কাঁচা মরিচ বিক্রি করছেন। ক্ষেতে প্রয়োগ করেছেন গোবরের সঙ্গে অল্প পরিমাণে স্যার। তাতে ফলন ভালো হয়েছে। তবে মাঝেমধ্যে পোকার আক্রমণ দেখা দিলে ওষুধ ব্যবহার করতে হয়। এ মৌসুমে ক্ষেতের উৎপাদিত ফসল বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকা আয় হবে বলে তিনি আশা করছেন।
কৃষক আউয়াল বলেন, প্রতিদিনই ক্ষেতে আসতে হয়। আগাছা পরিষ্কার করে দিতে হয়। না হলে পোকার আক্রমণ বেড়ে যায়। সবজি চাষে আগে খরচ করতে হয়। তারপর জমিতে ভালো ফলন হলে আয়ের পথ তৈরি হয়। কৃষির আয়ে পরিবারের ভরণপোষণ করতে হচ্ছে। আমাকে সরকারিভাবে কিছু আর্থিক সহায়তা করা হলে চাষে আরও ভালো করবো বলে আশাবাদী।
আরও পড়ুনঃ কমলগঞ্জে শত্রুতার জেরে শতাধিক গাছের চারা কর্তন
কৃষি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার