প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, ৮ জুলাই ২০২১
ছবি: প্রতিনিধি
স্বপ্নীল দাস,পটুয়াখালী থেকে: পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৮ টি ট্রলার, ৪ লাখ মিটার জাল ও ৫ মন বিভিন্ন প্রজাতির মাছসহ ৬৪ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। গতকাল বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙ্গাবালীর সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। পরে রাতে ৮ ট্রলার মালিককে ২ লাখ ১৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। আটককৃত জেলেদের কাছ থেকে নিষেধাজ্ঞাকালীন সময়ে আর মাছ শিকার করবেনা মর্মে মুচলেখা রেখে ছেরে দেয়া হয় এবং জব্দকৃত মাছ দু:স্থদের মাঝে বিতরন করা হয়। কুয়াকাটা নৌ-পুলিশের এএসআই কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়েছে। অবৈধভাবে মাছ শিকারী জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
function myFunction() {
if ( document.body.scrollTop > 10 || document.documentElement.scrollTop > 10) {
navbar.classList.add("sticky")
x[0].classList.add("st")
} else {
navbar.classList.remove("sticky");
x[0].classList.remove("st");
}
}
Source by [সুন্দরবন]]