কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ল্যাতিন আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল এবং আর্জেন্টিনা। আগামী ১১ তারিখে অনুষ্ঠিত হবে দুই জায়ান্টের এই লড়াই।
এই লড়াইয়ের আগে ব্রাজিল যে এই শিরোপা জয়ের জন্য কতটা মরিয়া সেটা বুঝা গেল ক্যাসমিরোর কথায়। মাঠে ব্রাজিল জয়ের জন্যই নামবে বলে জানিয়েছেন তিনি।
ক্যাসমিরো বলেন, “আমরা ভুলতে পাড়িনা যে এটা ফাইনাল। এবং পেরুর বিপক্ষে ম্যাচের পর আমি বলেছিলাম যে, আমরা ফাইনাল খেলব না, এটা জিতব।
“আর্জেন্টিনা মানেই কেবল মেসি নয়, তাদের অন্যান্য ভালো প্লেয়ারও রয়েছে। আমরা জানি মেসি কেমন প্লেয়ার এবং আমি তার সঙ্গে অনেকবার কথাও বলেছি। কিন্তু আমি আবারও বলছি, আমাদের লড়াইটা হবে আর্জেন্টিনার সঙ্গে, কেবল মেসির সঙ্গে নয়।”