কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতবে আর্জেন্টিনা এমনটাই মন্তব্য সাবেক আর্জেন্টিনা কোচ আলফিও কোকো বাসিলে।
বাসিলে হচ্ছে আর্জেন্টিনার সর্বশেষ কোচ যিনি আর্জেন্টিনাকে মেজর শিরোপা এনে দিয়েছিলেন। তিনি ১৯৯১ সালে কোপা আমেরিকা এবং ১৯৯২ সালে কনফেডারেশন কাপ জিতেছিলেন। একই সঙ্গে ১৯৯৩ সালে কোপা আমেরিকা জিতেছিলেন তিনি।
এই ফাইনালের আগে ইএসপিএনের সঙ্গে আলোচনায় তিনি বলেন, “এটা কোপা আমেরিকা জয়ের সুযোগ। কারণ, ব্রাজিল একটি সাধারণ দলের মতই খেলছে। নেইমারকে বাদ দিলে সবগুলো প্লেয়ারই সাধারণ মানের। সুতরাং এটা আমাদের সুযোগ।
“মেসি থাকা মানে আমরা ইতোমধ্যে ১-০ গোলে এগিয়ে আছি। সে হচ্ছে ফুটবলের দানব। আমি চাইব যেন পারেদেসের ফর্ম শুরু থেকেই থাকে। লাউটারো এখনো শিখছে, কিন্তু আমি তাকে পছন্দ করি।”