ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ছাগলে গাছ খাওয়ায় গাভীন ১টি ছাগল পিটিয়ে মেরে বটগাছে ঝুলিয়ে রেখেছে এক পাষান্ড। পিলজংগ ইউনিয়নের পিলজংগ কাঠালতলা মোড়ে শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, আব্দুর জব্বার নামের একজন বৃদ্ধের ১টি গাভীন ছাগল একই এলাকার ওমেদ আলীর পুত্র রমজানের সরকারী জায়গায় রোপন করা একটি সবজি গাছ খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে পাষান্ড রমজান আলী সেই নিরিহ গাভিন ছাগলটিকে পিটিয়ে মেরে দড়ি দিয়ে বটগাছে ঝুলিয়ে রাখে। এঘটনায় এলাকাবাসির মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাগেরহাটের ফকিরহাটের ছিতরার খাল পুণঃ খনন কাজের শুভ উদ্ভোধন শুক্রবার সকালে টাউন নওয়াপাড়া বিলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এটির উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, ইউপি সদস্য শেখ মোশারেফ হোসেন, শ্রমিকলীগ নেতা মোঃ অপিরুদ্দিন অপি ও আ,লীগ নেতা মিহির সরকার।
বাগেরহাটের ফকিরহাট সদর বাজার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ মো: রকি (২৭) নামের এক মাংস বিক্রেতাকে আটক করেছেন মডেল খানা পুলিশ। থানার এসআই রুহুল আমিন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে গোপনে খবর পেয়ে সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০পিচ ইয়াবা ট্যাবলেট সহ রকি কসাইকে আটক করা হয়। সে কাঠালতলা গ্রামের জাহাঙ্গির হোসেনের ছেলে। এব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
Post Views:
1