সবেমাত্র ব্রাজিল নিশ্চিত করেছিল কোপা আমেরিকার ফাইনাল। তখনো আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ম্যাচটি হয়নি। ফাইনাল নিশ্চিতের পর নেইমারের কাছে প্রশ্ন করা হয়, ফাইনালে কাকে চান তিনি?
জবাবে নেইমার জানিয়েছিলেন, “ফাইনালে আর্জেন্টিনাকে চাই। আমি তাদের পক্ষে। কারণ, সেখানে আমার কিছু বন্ধু আছে এবং ফাইনালে অবশ্যই ব্রাজিল জিতবে।”
এরপর ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তখন নেইমারের এই উক্তি সম্পর্কে জানতে চাওয়া হয় মেসির কাছে। সেখানে মেসি বলেন, “আমি জানি নেইমার এটা বলেছে, কারণ সে ভালো মানুষ। এই ফাইনালের জন্যই আমরা সবাই অপেক্ষা করেছি। ম্যাচটি খুবই কঠিন হবে।”